Posts

আল_কুরআন & আল্লাহ্‌’’ ৯৯ নামের অর্থ = Al_Quran

Image
الله    আল্লাহ Add caption নাম বাংলা অর্থ ১ الرَّحْمَنُ    আর-রহ়মান সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময় ২ الرَّحِيمُ     আর-রহ়ীম সবচাইতে ক্ষমাশীল ৩ الْمَلِكُ     আল-মালিক অধিপতি ৪ الْقُدُّوسُ আল-ক্বুদ্দূস পূতঃপবিত্র, নিখুঁত ৫ السَّلَامُ আস-সা লা ম শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা ৬ الْمُؤْمِنُ আল-মু’মিন জামিনদার, সত্য ঘোষণাকারী ৭ الْمُهَيْمِنُ আল-মুহাইমিন অভিভাবক, প্রতিপালক ৮ الْعَزِيزُ আল-’আযীয সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত ৯ الْجَبَّارُ আল-জা ব্বা র দুর্নিবার, সমুচ্চ, মহিমান্বিত ১০ الْمُتَكَبِّرُ আল-মুতাকাব্বির সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত ১১ الْخَالِقُ আল- খ লিক্ব সৃষ্টিকর্তা, (শূন্য থেকে) ১২ الْبَارِئُ আল- বা রি’ বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী ১৩ الْمُصَوِّرُ আল-মুসউয়ির আকৃতিদানকারী ১৪ ...

1) সূরা আল ফাতিহা - Surah Al-Fatihah (মক্কায় অবতীর্ণ - Ayah 7

Image
https://allahquran1.blogspot.com/ (1 بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় , অতি দয়ালু । In the name of Allah, Most Gracious, Most Merciful. (2 الْحَمْدُ للّهِ رَبِّ الْعَالَمِينَ যাবতীয় প্রশংসা আল্লাহ তা ’ আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা । Praise be to Allah, the Cherisher and Sustainer of the worlds; (3 الرَّحْمـنِ الرَّحِيمِ যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু । Most Gracious, Most Merciful; (4 مَـالِكِ يَوْمِ الدِّينِ যিনি বিচার দিনের মালিক । Master of the Day of Judgment. (5 إِيَّاكَ نَعْبُدُ وإِيَّاكَ نَسْتَعِينُ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি । Thee do we worship, and Thine aid we seek. (6 اهدِنَــــا الصِّرَاطَ المُستَقِيمَ আমাদেরকে সরল পথ দেখাও , Show us the straight way, (7 صِرَاطَ الَّذِينَ أَنعَمتَ عَلَيهِمْ غَيرِ المَغضُوبِ عَلَيهِمْ وَلاَ الضَّالِّينَ সে সমস্ত লোকের পথ , যাদেরকে তুমি নেয়ামত ...

2) সূরা আল বাক্বারাহ - Surah Al-Baqara (মদীনায় অবতীর্ণ - Ayah 286)

Image
Add caption https://allahquran1.blogspot.com/ (1 الم আলিফ লাম মীম। A.L.M. (2 ذَلِكَ الْكِتَابُ لاَ رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ এ সেই কিতাব যাতে কোনই সন্দেহ নেই। পথ প্রদর্শনকারী পরহেযগারদের জন্য, This is the Book; in it is guidance sure, without doubt, to those who fear Allah. (3 الَّذِينَ يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ الصَّلاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ যারা অদেখা বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করে এবং নামায প্রতিষ্ঠা করে। আর আমি তাদেরকে যে রুযী দান করেছি তা থেকে ব্যয় করে Who believe in the Unseen, are steadfast in prayer, and spend out of what We have provided for them; (4 والَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْكَ وَمَا أُنزِلَ مِن قَبْلِكَ وَبِالآخِرَةِ هُمْ يُوقِنُونَ এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেসব বিষয়ের উপর যা কিছু তোমার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেসব বিষয়ের উপর যা তোমার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। আর আখেরাতকে যারা নিশ্চিত বলে বিশ্বাস করে। And who believe in the Revelation sent to thee, and sent before thy ...